Site icon Jamuna Television

শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথম দিনে সড়কে যানবাহন ও যাত্রীর চাপ বেড়েছে

শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথমদিনে সড়কে যানবাহন ও যাত্রীর চাপ বেড়েছে। ছব: সংগৃহীত

শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রথম দিনে সড়কে যানবাহন ও যাত্রীর চাপ বেড়েছে। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে যানজট দেখা দেয়।

যাত্রীরা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠান চলার কারণে এই যানজট। তবে যাত্রী চালকরা এই যানজটকে খুব খারাপ দৃষ্টিতে দেখছেন না। তারা বলছেন, করোনা সংক্রমণ কমায় সবকিছু স্বাভাবিক হচ্ছে যে কারণে যানজট বাড়ছে। তবে বিভিন্ন সড়কে উন্নয়ন কাজ চলার কারণে এমন যানজট পরিস্থিতি বলে মনে করেন অনেকে।

করোনা মহামারির কারণে ২০২০ সালের ১৭ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। করোনাভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়ার শঙ্কা থেকে শুরুতে ১৪ দিনের জন্য ছুটি দেয়া হয়েছিল। কিন্তু বেশ কয়েক দফায় সেই ছুটি বাড়িয়ে প্রায় দেড় বছর পর আজ (১২ সেপ্টেম্বর) খুলেছে স্কুল ও কলেজ।

তবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হচ্ছে কঠোর স্বাস্থ্যবিধি মানার শর্তে। ভিড় এড়াতে প্রতিষ্ঠাগুলোতে অ্যাসেম্বলিও করতেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। বিদ্যালয়ে ঢোকা ও বের হওয়ার আলাদা রাস্তা রাখতেও বলা হয়েছে।

Exit mobile version