Site icon Jamuna Television

নিখোঁজ ঢাবির সাবেক শিক্ষার্থীর লাশ উদ্ধার

সৈয়দ জাহেরুর রহমান সাগর।

কিশোরগঞ্জের নিকলী হাওরে বেড়াতে গিয়ে নিখোঁজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র, ব্যবসায়ী সৈয়দ জাহেরুর রহমান সাগরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১২ সেপ্টেম্বর) সকালে জেলার ছাতিচরে একটি মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয়রা বিষয়টি প্রশাসনকে জানায়। পুলিশ ও নিকলী উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ইউএনও নিশ্চিত করেন, লাশটি জাহেরুর রহমান সাগরের।

গত শুক্রবার বন্ধুদের সাথে হাওর ভ্রমণে যান সাগর। ধারণা করা হচ্ছে অন্ধকারে কোনো একসময় ট্রলার থেকে পড়ে যান তিনি। ব্যবসায়ী সাগর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ৯৫-৯৬ বর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি যশোরে।

সাগরের মৃত্যুতে শোক জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৫-৯৬ বর্ষের শিক্ষার্থীদের সংগঠন ডুফা।

ইউএইচ/

Exit mobile version