Site icon Jamuna Television

ভক্তসংখ্যা বেশিদিন এমন থাকবে তো? শঙ্কায় শাহরুখ

শাহরুখ খান। ছবি: সংগৃহীত

কিং খানও ভয় পান। তারও আশঙ্কা হয়। তিনিও প্রশ্ন করেন, আমার এই যে এত অনুরাগী, তারা চীরকাল আমার বাড়ির নিচে ভিড় জমাবে তো? নাকি সঞ্জয় দত্ত, অক্ষয় কুমার, অজয় দেবগণ তার অনুরাগীদের কেড়ে নেবেন? নতুন একটি ভিডিওতে শাহরুখ খানের সেই ভয়ই প্রকাশ পেল। সূত্রঃ আনন্দবাজার পত্রিকার।

আসলে এই ভয়ও প্রচারের অংশ। ওটিটি প্ল্যাটফর্ম ‘ডিজনি প্লাস হটস্টার’-এর জন্য নতুন প্রচারমূলক ভিডিওতে আত্মপ্রকাশ করলেন শাহরুখ। ভিডিও বার্তায় ইঙ্গিত মিলল, তিনিও এবার ওটিটিতে পদার্পণ করতে পারেন। বলিউডের ছোটবড় সব তারকারা ধীরে ধীরে ওটিটিতে কাজ শুরু করেছেন। কিন্তু কিং খানই কেবল সেই তালিকা থেকে বাদ। ট্রেন্ডের সঙ্গে তাল না মেলালে পাছে তার চাহিদা কমে যায়, সেই ভয়ে তিনিও ভাবনাচিন্তা শুরু করেছেন। এমনই বার্তা মিলেছে ভিডিওতে।

সেখানে দেখা যাচ্ছে, কিং খানের বাংলো ‘মান্নাত’-এর সামনে ভক্তদের ভিড়। বাড়ির বারান্দায় দাঁড়িয়ে শাহরুখ তার অনুরাগীদের উদ্দেশ্যে হাত নাড়ছেন। পাশে তার সহকারী (রাজেশ জাইস এই চরিত্রে অভিনয় করেছেন)। শাহরুখ বলছেন, দেখছো, কোনও তারকার বাড়ির নিচে এ রকম ভিড় হয়? সহকারী বলছেন, তা দেখিনি, কিন্তু ভবিষ্যতের কথা জানি না। এমন উত্তরে ভয় পেয়ে গেলেন শাহরুখ। সহকারী তাকে জানালেন, সব তারকাই এখন ‘ডিজনি প্লাস হটস্টার’-এ কাজ করছেন, কেবল শাহরুখ খানই সেই তালিকায় নাম লেখাননি। আর সেই শুনে চুপ করে গেলেন অভিনেতা।

সেই ভিডিও শেয়ার করে কারান জোহার মজা করে লিখেছেন, শাহরুখ খানও স্পটলাইট হারানোর ভয় পায়! জীবনে এটাই দেখা বাকি ছিল।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

Exit mobile version