Site icon Jamuna Television

করোনা নিয়ন্ত্রণ কোনো ম্যাজিক নয়, কাজের ফল: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি

দেশে করোনা নিয়ন্ত্রণ কোনো ম্যাজিক নয়, কাজের ফল বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রোববার (১২ সেপ্টেম্বর) দুপুরে ওসমানী স্মৃতি মিলনায়তনে জুনিয়র কনসাল্টেন্টদের অরিয়েন্টেশন অনুষ্ঠানে এ মন্তব্য করেন মন্ত্রী।

তিনি বলেন, করোনা এখন নিয়ন্ত্রণে রয়েছে বলেই স্কুল কলেজ খুলে দেয়া হয়েছে। এ মাসে আরও দেড় কোটি ভ্যাকসিন আসবে। সমালোচকদের সমালোচনা কাজের গতিকে বাড়িয়ে দিয়েছে বলেও মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক জানান, ষষ্ঠ গ্রেডে অ্যানেস্থেসিওলজিস্ট নিয়োগ বাংলাদেশের ইতিহাসে আর কখনও হয়নি।

ইউএইচ/

Exit mobile version