Site icon Jamuna Television

রাজ-শুভশ্রীর ছেলের জন্মদিন পালনে ইস্কন থেকে ডাকা হবে প্রভু

ছবি: সংগৃহীত

গত বছরের ১২ সেপ্টেম্বর একটি বেসরকারি হাসপাতালে জন্ম নেয় টালিউডের অভিনেত্রী শুভশ্রী ও পরিচালক রাজের ছেলে ইউভান। আজ রোববার টালিউডের এই ‘স্টার কিড’র এক বছর পূর্ণ হলো। তবে ছেলের জন্মদিন খুব বেশি জাঁকজমক করে পালনের পরিকল্পনা নেই রাজ-শুভশ্রীর।

এই তারকা দম্পতি জানিয়েছেন, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ বা ইস্কন থেকে কয়েক জন প্রভুকে ডেকেছেন তারা। তারাই থাকবেন ইউভানের জন্মদিনে। পুষ্পাভিষেক হবে। অর্থাৎ কৃষ্ণ দেবতার ফুল দিয়ে গা ধোয়ানো হবে। ইউভানের জন্মদিনে কীর্তন হবে বলেও জানা গেছে। শুভশ্রীর বোন দেবশ্রীর ছেলে অনীশ দীর্ঘ দিন ধরে ইস্কনের সাথে যুক্ত। তিনিই সব দায়িত্ব নিয়েছেন বলে জানিয়েছেন দেবশ্রী।

বয়স মাত্র এক বছর হলেও তারকা দম্পতির ছেলে ইউভান নিজেও তারকার চেয়ে কিছু কম নয়। শুভশ্রী গর্ভবতী হওয়ার পর থেকেই ছেলেকে দর্শকের চর্চায় রাখতে সব রকমের চেষ্টা করে চলেছেন। ছোট্ট ইউভানের এই জনপ্রিয়তাকে তুলনা করা হয় বলিউডের কারিনা কাপুর ও সাইফ খানের পুত্র তৈমুরের সাথে।

Exit mobile version