Site icon Jamuna Television

মহেশপুরে ১২ দিন ধরে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে মেরিনা খাতুন (১৭) নামের সদ্য শেষ হওয়া এক এসএসসি পরীক্ষার্থী ১২ দিন ধরে নিখোঁজ রয়েছে।

পরিবারিক সূত্রে জানাগেছে, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শ্রীপুর গ্রামের রিয়াজুল হকের কন্যা এসএসসি পরীক্ষার্থী মেরিনা খাতুন গত ২৫ ফেব্রুয়ারি সকালে আল হেলাল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে প্রাকটিক্যাল পরীক্ষা দিতে এসে আর বাড়ি ফেরেনি। এবং পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করলেও পরীক্ষা দেয়নি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি।

২৬ ফেব্রুয়ারি ০১৯০৬-৫৯৫৪২০ ও ০১৭৯৬-৩৩২০৮৫ নম্বর মোবাইল ফোন থেকে ২ বার বাড়িতে ফোন করে কান্নাকাটি করে। কোন উপায় না পেয়ে নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী মেরিনা খাতুনের পিতা ২৮ ফেব্রুয়ারী মহেশপুর থানায় একটি জিডি করেন। জিডি নং-১২৪৩। নিখোঁজের ১২ দিন অতিবাহিত হলেও এখনও তার কোন সন্ধান মেলেনি।

মহেশপুর থানার ওসি লস্কর যায়াদুল হক জানান, গত ২৮ ফেব্রুয়ারি মহেশপুর থানায় একটি জিডি হয়েছে। আমরা আমাদের তৎপরতা অব্যাহত রেখেছি।

Exit mobile version