Site icon Jamuna Television

স্টেডিয়ামের দর্শকদের চেষ্টায় নাটকীয়ভাবে প্রাণে বাঁচলো একটি বিড়াল (ভিডিও)

দর্শকদের চেষ্টায় নাটকীয়ভাবে প্রাণে বাঁচলো একটি বিড়াল।

স্টেডিয়ামের দর্শকদের চেষ্টায় নাটকীয়ভাবে প্রাণে বাঁচলো একটি বিড়াল। খেলা চলাকালে স্টেডিয়ামে ঢুকে যায় বিড়ালটি।

শনিবার (১১ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের মিয়ামিতে হার্ডরক স্টেডিয়ামে বেস বল খেলা চলাকালীন সময়ে ঘটে এ ঘটনা।

ভিডিও দেখতে ক্লিক করুন এখানে

খেলা চলাকালে স্টেডিয়ামে ঢুকে যায় বিড়ালটি। ওপরের গ্যালারিতে ঘুরতে ঘুরতে একেবারে কিনারায় চলে যায়। সেখানেই ঝুলে ছিল ছাদের কোনায়। এ দৃশ্য দৃষ্টি কাড়ে উপস্থিত দর্শকদের। বিড়ালটিকে বাঁচাতে তৎপর হন তারা। এক পর্যায়ে পতাকা মেলে ধরেন কয়েকজন। বিড়ালটি তারমাঝে পড়লে প্রাণে বেঁচে যায়।

Exit mobile version