Site icon Jamuna Television

কবরস্থানে কঙ্কালের সাথে নাচের ভিডিও ভাইরাল

ছবি: সংগৃহীত

কঙ্কালের সাথে নাচ! অবাক হচ্ছেন নিশ্চয়। ঠিক এমনই একটা ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। ভিডিওতে দেখা যায়, কবরস্থানে সন্ন্যাসিনীর পোশাক পরা এক মহিলার দু’টি কঙ্কালের সাথে নাচছেন।

ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের ইয়র্কশায়ার কাউন্টির হাল সিটিতে। যদিও পরে প্রকাশ পায় আসল কারণ।

কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় এক পথচারী এই দৃশ্য ক্যামেরাবন্দি করেন। তার পরেই তা ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। সেখানে দেখা যায়, প্রথমে একটি মানুষের কঙ্কালের সাথে নাচছেন ওই মহিলা। তার কিছুক্ষণ পরে একটি কুকুরের কঙ্কালের সাথেও নাচতে দেখা যায় তাকে।

নেটমাধ্যমে ছবি প্রকাশ করে ওই ব্যক্তি বলেন, এই দৃশ্য দেখে কবরস্থানের বাইরে ভিড় জমান অনেকে। সবাই ছবি তুলতে থাকেন।

যদিও ওই ব্যক্তি জানিয়েছেন, আসল কঙ্কাল নিয়ে নাচছিলেন না মহিলা। কঙ্কালগুলি ছিলো প্ল্যাস্টিকের। কোনও একটি অনুষ্ঠানের অঙ্গ হিসাবে অভিনয় করছিলেন ওই মহিলা। তিনি সত্যিকারের সন্ন্যাসিনী নন বলেও জানান ওই ব্যক্তি।

Exit mobile version