Site icon Jamuna Television

চন্দ্রিমা উদ্যানে সংঘর্ষের ঘটনায় বিএনপির শীর্ষ চার নেতার আগাম জামিন বাতিল

ফাইল ছবি।

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির শীর্ষ চার নেতার আগাম জামিন বাতিল করা হয়েছে।

রোববার (১২ সেপ্টেম্বর) চেম্বার জজ আদালত তাদের জামিন আবেদন বাতিল করেছেন। যাদের জামিন বাতিল করা হয়েছে তারা হলেন, উত্তরের আহ্বায়ক আব্দুস সালম ও সদস্য সচিব রফিকুল আলম মজনু, দক্ষিণের আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক।

গত ১৭ আগস্ট বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর কর্মসূচিতে বিএনপি কর্মী-সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় চন্দ্রিমা উদ্যান এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ। ইট পাটকেল নিক্ষেপ করে কর্মী-সমর্থকরা। সেই ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৫৭ জনের নামে মামলা করে। এর কয়েকদিনের মাথায় উচ্চ আদালত থেকে জামিন পান বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যরা।

বিএনপি নেতাদের আইনজীবীরা জানান, এ বিষয়ে আগামী সোমবার (১৩ সেপ্টেম্বর) আবারও আদালতের দারস্থ হবেন তারা।

Exit mobile version