Site icon Jamuna Television

১০ সেকেন্ডেই এক হাঁড়ি দই সাবাড় করলেন জার্মান রাষ্ট্রদূত!

ছবি: সংগৃহীত।

মাসখানেক আগে ঢাকায় জার্মান দূতাবাসে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন আখিম ট্র্যোস্টার। তিনি ইতিমধ্যে ঢাকার মিষ্টি দই খেয়ে মুগ্ধ হয়েছেন তিনি।

রাষ্ট্রদূত নিজেই একটি হাঁড়িভর্তি দইয়ের ছবি তার টুইটারে পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ঢাকায় মোটা হওয়া থেকে বাঁচার কোনো সুযোগ নেই। জীবনে প্রথমবারের মতো কেউ মিষ্টি দই খাওয়ালো। কী যে সুস্বাদু!!

এর কিছুক্ষণ পরই রাষ্ট্রদূত আরেকটি টুইট করেন। সেখানে দইশূন্য খালি হাঁড়ির আরেকটি ছবি পোস্ট করে লেখেন, ‘১০ সেকেন্ড পরে’।

তবে কে তাকে মিষ্টি দই খাইয়ে মন জয় করে নিল- তা অবশ্য জানা যায়নি।  রাষ্ট্রদূতও খোলাসা করেননি।

Exit mobile version