Site icon Jamuna Television

চুলের বদলে মাথা ভর্তি স্বর্ণের চেন, হতবাক ভক্তরা!

র‍্যাপার ড্যান স্যুর। ছবি: সংগৃহীত

স্বর্ণের চেন পরার অভ্যাস অনেকেরই আছে। ভারতের গায়ক বাপ্পিলাহিড়ীর মতো এমন অভ্যাস চোখে পড়ে বিশ্বের অনেক সেলিব্রিটির। তাই বলে মাথায়! মেক্সিকোর র‍্যাপার ড্যান স্যুরের মাথায় এখন চুলের জায়গায় ঝুলছে একগুচ্ছ স্বর্ণের চেন!

সাধারণ গায়কদের চেয়ে র‍্যাপারদের অভিনব সাজপোশাক নিয়ে বিভিন্ন দেশেই চর্চা হয়ে থাকে। তবে ড্যানের মতো এর আগে কেউ মাথায় স্বর্ণের চেন ইমপ্লান্ট করেছে়ন বলে জানা যায়নি। এ সাজ তারই প্রথম।

বছর তেইশের গায়ক ড্যান মাথার তালুতে নানা ডিজাইনের চেন লাগিয়ে নিয়েছেন। দাঁতেও লাগিয়েছেন সোনার প্রলেপ। সেই বেশ নেটমাধ্যমে দেখিয়েছেন নিজের অনুরাগীদের। তার পরেই হইচই পড়ে গিয়েছে ফ্যাশন জগতে। ভাইরাল হয়ে যায় তার নতুন সাজের ছবি।

সাজগোজে সব সময়েই অন্যদের থেকে আলাদা ড্যান। তবে এর আগে তার কালো ঘন চুল ছিল। স্বর্ণের চুলে একেবারেই বদলে গিয়েছে ড্যানের রূপ।
সূত্রঃ আনন্দবাজার পত্রিকা

Exit mobile version