Site icon Jamuna Television

প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন পাপন-সাকিব

বিসিবি সভাপতির সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ নিলেন সাকিব আল হাসান।

আজ রোববার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে সাথে নিয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেন সাকিব আল হাসান।

সাকিব তার ভেরিফাইড ফেসবুক পেজেও এই সাক্ষাতের ছবি দিয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে সাকিব-পাপনের এই সাক্ষাতের পেছনে বিশেষ কোনো কারণ রয়েছে কি না তা এখনও জানা যায়নি।

এদিকে আজ রাত ১টা ৪০ মিনিটে আইপিএল খেলতে মোস্তাফিজুর রহমানকে সাথে নিয়ে দুবাইয়ের বিমানে উঠবেন সাকিব।

Exit mobile version