Site icon Jamuna Television

জয়পুরহাটে মিলাদের পোলাও খেয়ে অসুস্থ অর্ধশতাধিক

পাঁচবিবি হাসপাতালে ভর্তি রোগীর একাংশ

স্টাফ রিপোর্টার:


জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাঁকিলা বেলখুর গ্রামে মিলাদ মাহফিলের পোলাও খেয়ে ৩ গ্রামের নারী-পুরুষসহ প্রায় অর্ধশতাধিক মানুষ অসুস্থ হয়েছে। অসুস্থরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

উপজেলার বেলখুর গ্রামের আঃ সামাদ মন্ডলসহ স্থানীয়রা জানান, কয়েক দিন আগে গ্রামের বজলুর রহমান নামে এক ব্যাক্তি মারা যায় । গত শুক্রবার( ১০ সেপ্টেম্বর) দুপুরে গ্রামের মসজিদে তার জন্য দোয়া মাহফিল ও পোলাও রান্নার আয়োজন করেন নিহতের পরিবার।

সেই পোলাও খেয়ে বাকিলা, পানিখুর ও বেলখুরসহ আশপাশের গ্রামের অনেক মানুষ অসুস্থ হয়। এদের মধ্যে ৪১ জন ডায়রিয়া, বমি ও পেটে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সোলায়মান হোসেন মেহেদী জানান, শনিবার রাত থেকে এখন পর্যন্ত ৪১ জন রোগী ডায়রিয়া, বমি ও পেটে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ফুড পয়জনের কারনে এমনটা হয়েছে বলে জানান তিনি।

Exit mobile version