Site icon Jamuna Television

মাহিয়া মাহি’র দ্বিতীয় বিয়ের গুঞ্জন!

নায়িকা মাহিয়া মাহি।

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি সিনেমা থেকে শুরু করে নিজের ব্যক্তি জীবন, সবকিছু নিয়েই বর্তমানে বেশ আলোচনায় রয়েছেন। কিছুদিন আগেই প্রকাশ্যে আসে তার বিবাহবিচ্ছেদের খবর। এরই মধ্যে শোনা যাচ্ছে তার দ্বিতীয় বিয়ের গুঞ্জন।

যদিও বিষয়টি বেশ কয়েকবার উড়িয়ে দেয়ার চেষ্টা করেছেন তিনি। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ছবি। যেখানে রাকিব সরকার নামের এক ব্যবসায়ী এবং রাজনীতিকের সঙ্গে দেখা যাচ্ছে মাহিকে। দুজনে দাঁড়িয়ে আছেন পাশাপাশি। মাহির পরনে শাড়ি আর রাকিবের পরনে পাঞ্জাবি। মূলত পোশাকই উসকে দিচ্ছে দুজনের বিয়ের গুঞ্জনটি। তবে এখন পর্যন্ত এ নিয়ে মুখ খোলেননি মাহি ও রাকিব।

এছাড়াও, মাহি নিজের ফেসবুক অ্যাকউন্টে এক পোস্টে লিখেছেন, ১৩ সেপ্টেম্বর সারপ্রাইজ দেবেন তিনি। কী সেই সারপ্রাইজ এখন তা নিয়ে চলছে আলোচনা।

Exit mobile version