Site icon Jamuna Television

নদীতে গোসল করতে নেমে স্বামী ও অন্তঃসত্ত্বা স্ত্রী নিখোঁজ

আত্রাই নদীতে গোসল করতে নেমে স্বামী ও অন্তঃসত্ত্বা স্ত্রী নিখোঁজ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:

নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন স্বামী ও অন্তঃসত্ত্বা স্ত্রী। তাদেরকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস।

রোববার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার খাজুর ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় ঘটনাটি ঘটে। নিখোঁজ দু’জন হলেন দিনাজপুর জেলার বীরগঞ্জ গ্রামের পারভেজ হোসেন এবং মিনি আক্তার সোমা।

মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ জানান, রামচন্দ্রপুর গ্রামে মামাতো বোনের বাড়িতে বেড়াতে আসে ওই দম্পতি। আজ বিকেলে নদীর পানিতে গোসল করতে নামলে তারা দু’জনেই নিখোঁজ হন। এরপর পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়। পরবর্তীতে স্থানীয় ফায়ার সার্ভিস এবং পুলিশ উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ওসি আরও জানান, নিখোঁজ গৃহবধূ মিনি আক্তার সোমা অন্তঃসত্ত্বা ছিলেন বলে তাদের পরিবার আমাদের জানিয়েছেন।

Exit mobile version