Site icon Jamuna Television

মিম, মেহজাবীনের পর এবার বাঁধনের দরজায় বলিউড পরিচালক

অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

বলিউডের অন্যতম নির্মাতা বিশাল ভরদ্বাজ সম্প্রতি ‘খুফিয়া’ নামের একটি সিনেমা বানানোর উদ্যোগ নিয়েছেন। যার জন্য প্রয়োজন ঢাকাই অভিনেত্রী। তবে কারণটা স্পষ্ট না হলেও, ঢাকাই অভিনেত্রী ছাড়া যে তিনি সিনেমাটি নির্মাণ করবেন না তা মোটামুটি স্পষ্ট।

এরই মধ্যে প্রথমে বিদ্যা সিনহা মিম, পরে মেহজাবীনকে প্রস্তাব করে ব্যর্থ হয়েছেন এই নির্মাতা। কারণ হিসেবে শোনা গেছে, সিনেমাটির গল্পের সঙ্গে নাকি নেতিবাচকভাবে জড়িয়ে আছে বাংলাদেশের নাম। তবে এরমধ্যে আভাস মিলছে আরেকটি নাম। বিশাল ভরদ্বাজ এবার কড়া নেড়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধনের দরজায়।

জানা গেছে, সিনেমাটির জন্য এরই মধ্যে নাকি অডিশনও দিয়েছেন তিনি। তবে এ বিষয় কোনো কথা বলেননি বাঁধন।

এর আগে এক মেইল বার্তায় প্রথমে বিদ্যা সিনহা মিমকে প্রস্তাব দেয়া হয়। এর কাছাকাছি সময়ে একই অফার দেয়া হয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে। তবে মিমের মতো মেহজাবীনও প্রস্তাবটিতে সাড়া দেননি বলে জানা যায়।

Exit mobile version