Site icon Jamuna Television

বিয়ে করেই সারপ্রাইজটি দিলেন মাহি

ছবি: সংগৃহীত।

সারপ্রাইজের ইঙ্গিতটা কয়েকদিন আগেই দিয়েছিলেন। ১৩ সেপ্টেম্বর একটি সারপ্রাইজ আছে। সকল চিন্তার অবসান ঘটিয়ে রোববার ( ১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২ টা ৫ মিনিটেই অর্থাৎ সেই ১৩ তারিখেই দিলেন সারপ্রাইজ।

দ্বিতীয় বিয়ে করে ফেললেন বাংলা চলচ্চিত্রের অন্যতম সেরা নায়িকা মাহিয়া মাহি। নিজের ফেসবুক পেজে ঠিক রাত ১২ টা ৫ মিনিটে প্রেমিক রাকিব সরকারের সাথে বিয়ের কাবিননামায় স্বাক্ষর করার ছবি প্রকাশ করে দোয়া চেয়েছেন সবার কাছে।

তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, আজ ১৩/০৯/২১ ইং ১২:০৫ মি: আমাদের বিবাহ সম্পন্ন হলো । এর আগের সব কথা আসলেই গুজব ছিলো । সবাই আমাদের জন্য দোয়া করবেন এটাই একমাত্র চাওয়া।

রাকিব সরকার পেশায় ব্যবসায়ী। গাজীপুরের এক রাজনৈতিক পরিবারের সন্তান। তিনি নিজেও রাজনীতির সঙ্গে জড়িত। তারও দ্বিতীয় বিয়ে এটি। আগের ঘরে রাকিবের দুই সন্তান রয়েছে। 

উল্লেখ্য, ভালোবেসে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে ২০১৬ সালে বিয়ে করেন মাহিয়া মাহি। চলতি বছরের ২৩ মে তিনি জানান, অপুর সঙ্গে আর থাকছেন না। তারা বিবাহ বিচ্ছেদ করছেন।

Exit mobile version