Site icon Jamuna Television

১০ মাস পর দৈনিক মৃত্যু নামলো ৬ হাজারের নিচে

দীর্ঘ ১০ মাস পর করোনাভাইরাসে দিনে ৬ হাজারের নিচে মৃত্যু দেখলো বিশ্ব। মহামারিতে মোট প্রাণহানি দাঁড়ালো ৪৬ লাখ ৪৪ হাজারের কাছাকাছি।

একদিনেই বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৫ হাজার ৮৭৪ জন। দৈনিক মৃত্যুতে শীর্ষে ছিলো রাশিয়া। দেশটিতে ৭৮৮ জন মারা গেছেন করোনায়। অবশ্য নতুন সংক্রমণ শনাক্তে এখনো সবার ওপরে যুক্তরাষ্ট্রে। দেশটিতে সাড়ে ৩৫ হাজার মানুষের দেহে মিলেছে ভাইরাসটি। মারা গেছেন আড়াইশ। এদিন মেক্সিকোয় ৬৭৫, ইরানে ৪৮৭, ব্রাজিলে ৩শ এবং ভারতে ২১৯ জনের মৃত্যু লিপিবদ্ধ করা হয়েছে।

বিশ্বে মোট শনাক্ত ২২ কোটি ৫৪ লাখের বেশি।

Exit mobile version