Site icon Jamuna Television

বাংলাদেশের সাফ স্কোয়াডে নাইজেরিয়ান!

এলিটা কিংসলে

আসন্ন সাফ ফুটবল টুর্নামেন্টের জন্য ৩৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে। সেখানে জায়গা পেয়েছেন নাইজেরিয়ায় জন্মগ্রহণ করা এলিটা কিংসলে। তবে তার ব্যাপারে এখনো এএফসির কাছ থেকে অনুমতি না আসলেও খুব দ্রুতই পাওয়া যাবে বলে জানান বাফুফের সাধারণ সম্পাদক।

টুর্নামেন্টের জন্য প্রাথমিক স্কোয়াডের ৩৫ সদস্যের তালিকা পাঠাতে হয় আয়োজকদের কাছে। সেখানে কিংসলের নাম রাখা হয়েছে বলে জানানো হয় বাফুফে থেকে। এখন শুধু ছাড়পত্র পাওয়ার অপেক্ষায় রয়েছেন তারা। যা চলতি সপ্তাহের মধ্যেই চলে আসবে বলে জানান সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। এদিকে কিংসলেকে জাতীয় দলে খেলানোর ব্যাপারে আগেই ইঙ্গিত দিয়েছিলেন কোচ জেমি ডে।

উল্লেখ্য, ২০২১ সালে বাংলাদেশের নাগরিকত্ব গ্রহণ করেন কিংসলে। এর আগে এক বাংলাদেশি নারীকে বিয়েও করেন বসু্ন্ধরা কিংসের এই ফুটবলার। যেখানে তার একটি সন্তানও রয়েছে।

Exit mobile version