Site icon Jamuna Television

ব্যাগের মধ্যে ফোন বিস্ফোরণ, দাউ দাউ করে জ্বলে উঠলো আগুন! (ভিডিও)

ছবি: সংগৃহীত

ব্যাগের মধ্যে ফোন বিস্ফোরণ হয়ে দাউ দাউ করে জ্বলে উঠলো আগুন! ওই মুহূর্তটি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। যা দেখে আঁতকে উঠবেন আপনি। খবর জিনিউজের।

খবরে বলা হয়, ঘটনাটি ঘটেছে চীনে। হঠাৎই ব্যাগে বিস্ফোরণের মৃদু শব্দ শুনতে পান ওই ব্যক্তি। তারপর ব্যাগ থেকে দাউ দাউ করে আগুন বের হয়। সেই মুহূর্তে ওই ব্যক্তির কাঁধে ঝোলানো ছিল ব্যাগটি।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি তার সঙ্গীর সঙ্গে মার্কেটের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেসময় তার ব্যাগের মধ্যে রাখা ছিল ফোনটি। হঠাৎই বিস্ফোরণের মৃদু শব্দ হয়। তারপর ব্যাগ থেকে আগুন বের হতে থাকে। তখন ব্যাগটি কাঁধ থেকে মাটিতে ফেলে দেন ওই ব্যক্তি। কিন্তু ততক্ষণে আগুনের শিখা চুল পর্যন্ত পৌঁছে গিয়েছে। আগুনে ওই ব্যক্তির শরীরের কিছু অংশ পুড়ে গেলেও ভয়াবহ কিছু হয়নি।

ভুক্তভোগী ওই ব্যক্তি জানিয়েছেন, ২০১৬ সালে ফোনটি কিনেছিলেন তিনি। যখন ব্যাগে ফোনটি ছিল তখন চার্জ হচ্ছিল না। ফোনের ব্যাটারি কখনও বদলায়নি বলেও জানিয়েছেন ওই ব্যক্তি।


ইউএইচ/

Exit mobile version