Site icon Jamuna Television

আত্রাই নদীতে নিখোঁজ দম্পতির লাশ উদ্ধার

নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজের প্রায় ১৮ ঘণ্টা পর স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় রামচন্দ্রপুর থেকে ৫০০ গজ দূর থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, শনিবার দিনাজপুরের বীরগঞ্জ থেকে নওগাঁর রামচন্দ্রপুর গ্রামে মামাতো বোনের বাড়িতে বেড়াতে যায় ওই দম্পতি। রোববার বিকেলে আত্রাই নদীতে গোসল করতে নামলে একসাথে নিখোঁজ হয় দুজন।

খবর পেয়ে গভীর রাত পর্যন্ত উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস ও পুলিশ। দীর্ঘ ১৮ ঘণ্টা পর আজ সকালে পাওয়া গেল পারভেজ ও মিনি আক্তার নামের ওই দম্পতির মরদেহ।

Exit mobile version