Site icon Jamuna Television

‘কারোর কণ্ঠ রোধে নয়, নির্বাচনে অপপ্রচার রোধে কাজ করবে অ্যাক্টিভিস্টরা’

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। ফাইল ছবি

নির্বাচনের অপপ্রচার রোধে কাজ করবে আওয়ামী লীগের ১ লাখ অ্যাক্টিভিস্ট; কারোর কণ্ঠ রোধ করার জন্য নয় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, এর আগেও বিএনপি নির্বাচন বানচালের চেষ্টা করেছে। তবে এবারও যদি বিএনপি নির্বাচন বানচালের চেষ্টা করে তাহলে আগের চেয়ে আরও ছোট দলে পরিণত হবে তারা।

তথ্যমন্ত্রী আরও বলেন, ওটিটি প্ল্যাটফর্মে কন্টেন্ট আপলোডের জন্য প্রাথমিক খসড়া তৈরি করা হয়েছে। যার নীতিমালা চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি করা হবে শীগগিরই। এই নীতিমালা কেউ না মানলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান হাছান মাহমুদ।

ইউএইচ/

Exit mobile version