Site icon Jamuna Television

দিল্লিতে জলাবদ্ধ রাস্তায় বসে কৃষক নেতা রাকেশের বিক্ষোভ

ছবি: সংগৃহীত

ভারতীয় কিষান ইউনিয়নের (বিকেইউ) নেতা রাকেশ টিকাইত সমর্থকদের নিয়ে দিল্লি-উত্তর প্রদেশ সীমান্তের গাজীপুরে জলাবদ্ধ ফ্লাইওয়ে স্ট্র্যাচে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে গেছেন।

শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেইউ’র মুখপাত্র রাকেশ টিকাইত জলাবদ্ধ রাস্তার পাশে বসে এ বিক্ষোভ চালিয়ে যান। যেখানে ভারি বৃষ্টিতে কৃষক ইউনিয়নগুলির স্থাপন করা তাঁবু এবং অন্যান্য কাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছিল।

তিনি বলেন, আমরা দাবি করছি যে এখান থেকে দিল্লির দিকে যাওয়া ড্রেনগুলি পরিষ্কার করা হোক কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কখনও তাতে কর্ণপাত করেনি। জলাবদ্ধতা এবং প্রবল বৃষ্টিতে শনিবার সীমান্ত এলাকায় বিক্ষোভকারীদের দ্বারা স্থাপিত অনেক তাঁবু, লঙ্গর এবং অস্থায়ী স্থাপনার ক্ষতি হয়েছে।

সম্মিলিত কিষাণ মোর্চার নেতৃত্বে শত শত কৃষক নভেম্বর ২০২০ থেকে দিল্লির সীমান্তে শিবির স্থাপন করেছে। দেশটির সরকার আন্দোলনকারীদের সাথে ১১ দফা আনুষ্ঠানিক সংলাপ করেছে।

ইউএইচ/

Exit mobile version