Site icon Jamuna Television

হেসেখেলে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল দক্ষিণ আফ্রিকা

ছবি: সংগৃহীত

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কাকে ৯ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ জিতে নিলো দক্ষিণ আফ্রিকা। লঙ্কানদের করা ১০৩ রানের জবাবে ২৯ বল হাতে রেখেই জয় তুলে নেয় প্রোটিয়ারা।

তরুণদের নিয়ে গড়া দল নিয়ে ঘরের মাঠে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে লংকানরা। দ্বিতীয় ওভারেই দিনেশ চান্দিমালের উইকেট হারায় দলটি। ঝড় তুলেও ২০ রান করে ফেরেন ভানুকা রাজাপাকশা। সুবিধা করতে পারেননি আর কোন ব্যাটসম্যান। ইনিংস সর্বোচ্চ ৩০ রান আসে কুশাল পেরেরার ব্যাট থেকে। দক্ষিণ আফ্রিকার হয়ে ৩ টি করে উইকেট করে নিয়েছেন এইডেন মার্করাম ও তাবরিজ শামসি।

জবাবে কুইন্টন ডি ককের অপরাজিত ৫৮ আর এইডেন মার্করামের ২১ রানে সহজ জয় তুলে নেয় প্রোটিয়ারা। লঙ্কানদের হয়ে একমাত্র উইকেটটি নেন হাসারাঙ্গা। ম্যাচসেরা হয়েছেন শামসি।

Exit mobile version