Site icon Jamuna Television

‘শিক্ষাপ্রতিষ্ঠান খোলার নির্দেশনা সব স্কুলের ক্ষেত্রে দেয়া হয়েছে, না মানলে ব্যবস্থা’

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফাইল ছবি

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার নির্দেশন সব স্কুলের ক্ষেত্রে দেয়া হয়েছে। ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকেও সেটা মানতে হবে। আমরা মনিটরিং করছি। যারা মানবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবো।

সোমবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, আমরা তিন সপ্তাহের রুটিন দিয়েছি। সংক্রমণ কমছে, আরও কমলে আমরা এই রুটিন পরিবর্তন করবো।

শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রাক প্রাথমিক থেকে শুরু করে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের নিয়ে জাতীয় শিক্ষাক্রমের রূপরেখা প্রথমবারের মতো করা হয়েছে। এতে শিক্ষা কার্যক্রমে ধারাবাহিকতা থাকবে। পুরো শিক্ষাক্রম হবে শিক্ষার্থী কেন্দ্রিক। শ্রেণিকক্ষেই যেন পাঠদান হয়ে যায় তার ওপরেই জোর দেয়া হয়েছে। এই শিক্ষাক্রমে সনদ সর্বস্ব শিক্ষা নয়, পারদর্শিতাকে জোর দেয়া হয়েছে। জ্ঞান ও দক্ষতা সঠিকভাবে গড়ে ওঠে এর ওপরই জোর দেয়া হয়েছে। নবম ও দশম শ্রেণিতে বাধ্যতামূলকভাবে কারিগরি বিষয়ে শিখতে হবে। এ নিয়ে একটি বিষয় থাকবে।

নতুন শিক্ষাক্রমের রূপরেখার বাস্তবায়ন শুরু হবে ২০২৩ সালে। প্রথম বাস্তবায়ন করা হবে প্রথম শ্রেণি ও ষষ্ঠ শ্রেণিতে। ২০২৫ সালের মধ্যে প্রাথমিক, মাধ্যমিক সব শ্রেণির ক্ষেত্রে বাস্তবায়ন হবে এ রূপরেখা।

ইউএইচ/

Exit mobile version