Site icon Jamuna Television

সাকিবের সাথে মোহামেডানে খেলবেন মুশফিক-রিয়াদ

ছবি: সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) আগামী আসরের জন্য এবার দলে ভিড়িয়েছে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে। এছাড়াও গত আসর আসে সাকিব আল হাসানকেও রেখে নিজেদের ডেরায় রেখে দেয় দলটি।

সোমবার (১৩ সেপ্টেম্বর) মোহামেডানের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের উপস্থিতিতে মুশফিক, রিয়াদ, সৌম্য, তাসকিনরা আনুষ্ঠানিকভাবে মোহামেডানের সাথে চুক্তি করেছেন।

দেশের ক্রিকেটের অন্যতম তিন বড় তারকাকে নিজেদের দলে ভিড়িয়ে মোহামেডান বড়সড় চমক দিয়েছে ক্রিকেট ভক্তদের সৃষ্টি করল। পাশাপাশি বিগত আসরগুলোতে শক্তিশালী দল গড়া আবাহনীকে আগেভাগেই প্রতিদ্বন্দ্বিতার আভাস দিয়ে রাখল দলটি।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব গত মৌসুমে খেলেছিলেন মোহামেডানের হয়ে। যদিও সেই দলে সাকিব ছাড়া আর তেমন কোনো বড় দল ছিল না। এতে সাকিব-তাসকিনরা লিগ শেষ করেছিলেন পয়েন্ট টেবিলের ছয়ে থেকে। যা সমর্থনকে সন্তুষ্ট করানোর জন্য যথেষ্ট ছিল না। তাই এবার সাকিব ও তাসকিনকে দলে রেখেই নতুন করে অন্য দুই তারকা মুশফিক ও রিয়াদকে দলে ভিড়িয়েছে তারা।

Exit mobile version