Site icon Jamuna Television

করোনা: এখনও যুক্তরাজ্যের লাল তালিকায় বাংলাদেশ, ‘বৈষম্য’ মনে করছে ঢাকা

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। ফাইল ছবি।

করোনার কারণে এখনও বাংলাদেশকে যুক্তরাজ্যের লাল তালিকায় রাখাকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। দেশের সংক্রমণ বর্তমানে নিম্নগতির হলেও বাংলাদেশকে এখনও লাল তালিকাভুক্ত করে রাখাকে বৈষম্য হিসেবে দেখছেন তিনি।

এর আগে, গত ৯ এপ্রিল থেকে বাংলাদেশকে ভ্রমণের ক্ষেত্রে লাল তালিকাভুক্ত করে রেখেছে ব্রিটিশ ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট। বাংলাদেশ ছাড়াও এই তালিকায় আছে বিশ্বের আরও ৬২টি দেশ।

তবে সম্প্রতি নতুন সংশোধিত তালিকায় লাল তালিকা থেকে বাদামিতে উন্নিত হয়েছে ভারত, বাহরাইন, কাতার ও সংযুক্ত আরব আমিরাত। এক্ষেত্রে এখনও বাংলাদেশকে লাল তালিকায় রাখাকে যৌক্তিক মনে করছে না ঢাকা।

Exit mobile version