Site icon Jamuna Television

অন্যকে বিয়ে করে পালিয়েছে স্ত্রী, ক্ষোভে শাশুড়িকে খুন করলো জামাই

প্রতীকী ছবি।

স্ত্রী কোথায় গেছে জানতে চাওয়ায় উত্তর দেননি শাশুড়ি। সেই রাগে শাশুড়িকে খুন করল এক যুবক। এর পর মৃত শাশুড়ির ওপর যৌন নির্যাতন চালায় ওই যুবক। ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের ভিলে পার্ল এলাকায়। সেখানেই মেয়েকে নিয়ে থাকতেন ওই নারী। খুনের অভিযোগে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ওই যুবককে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবক একটি গহনা ছিনতাইয়ের ঘটনায় গত তিন বছর ধরে জেলে ছিল। ১ সেপ্টেম্বর সে জেল থেকে ছাড়া পায়। তার পরে শাশুড়ির বাড়ি গিয়ে দেখে তার স্ত্রী অন্য এক জনকে বিয়ে করেছে ও সে অন্তঃসত্ত্বা। যুবক স্ত্রীকে হুমকি দেয় সে যেন সেই যুবককে ছেড়ে দেয়। পরের দিন আবার সেখানে যায় অভিযুক্ত। কিন্তু গিয়ে দেখে স্ত্রী বাড়ি ছেড়ে চলে গেছে।

পুলিশ আরও জানিয়েছে, যুবক শাশুড়ির কাছে জানতে চায় স্ত্রী কোথায় গেছে। কিন্তু কোনও উত্তর দেননি শাশুড়ি। তখনই প্রথমে শাশুরীর মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে যুবক। তার পরে বুকে ছুরি চালায়। ঘটনাস্থলেই শাশুড়ি মৃত্যু হয়। কিন্তু তাতেও থামেনি যুবক। এর পর মৃত শাশুড়ির ওপর যৌন নির্যাতন চালায় ওই যুবক । খুনের পরে সে এলাকা ছেড়ে পালায়। খবর পেয়ে খুনের তদন্ত শুরু করে পুলিশ। পরে পুণে থেকে গ্রেফতার করা হয় যুবককে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।

Exit mobile version