Site icon Jamuna Television

পিসিবির নতুন চেয়ারম্যান রমিজ রাজা

ছবি: সংগৃহীত

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দেশটির বিশ্বকাপজয়ী দলের সদস্য রমিজ রাজা। খবর পাকিস্তানি সংবাদ মাধ্যম ‘দ্য ডন’র।

সোমবার (১৩ সেপ্টেম্বর) লাহরো বিশেষ এক সভায় পাকিস্তান দলের সাবেক এই অধিনায়ককে পিসিবির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আগামী তিন বছরের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় পিসিবির প্রধান নির্বাচিত হলেন তিনি।

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে রমিজ রাজাকে পিসিবির বোর্ড অব গভর্নর হিসেবে মনোনীত করা হয়। যার পরবর্তী ধাপ হচ্ছে বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পাওয়া। সেই প্রক্রিয়া অনুসরণ করেই চেয়ারম্যান হলেন রমিজ।

রমিজ রাজার আগে গত তিন বছর ধরে পিসিবি চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন এহসান মানি। গত ২৬ আগস্ট পিসিবির সঙ্গে চুক্তির মেয়াদ ফুরিয়ে যায় সাবেক এ পাকিস্তানি বোলারের।

Exit mobile version