Site icon Jamuna Television

বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে চলতি সপ্তাহেই বৈঠক: শিক্ষা সচিব

বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে চলতি সপ্তাহেই বৈঠক।

বিশ্ববিদ্যালয় কবে নাগাদ খোলা হবে সেই বিষয়ে আগামী ৩-৪ দিনের মধ্যে উপাচার্যবৃন্দ ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বৈঠকের পর সিদ্ধান্ত নেয়া হবে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) সাংবাদিকদের এই তথ্য জানান শিক্ষা সচিব মাহবুব হোসেন।

এছাড়াও মাহবুব হোসেন বলেন, করোনার কারণে ক্লাসরুম ভিত্তিক পাঠদান বন্ধ ছিল। এতে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেয়ার জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে ২৩৭ কোটি ৯৫ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। টাকা ঠিকমতো ব্যয় হচ্ছে কী না তা প্রধানমন্ত্রী নিজে মনিটর করেছেন।

তিনি আরও বলেন, ৪৫টি বিশ্ববিদ্যালয় ১৮৭ কোটি টাকা পেয়েছে। এবং যেসব বিশ্ববিদ্যালয়ের হল আছে সেগুলোকে বাকি ৫০ কোটি টাকা দেয়া হয়েছে।

মাহবুব হোসেন বলেন, প্রধানমন্ত্রী বলেছেন শিক্ষার্থীরা হলে এসে যেন সব ঝকঝকে চকচকে অবস্থায় পায় তা নিশ্চিত করতে হবে।

এর আগে গত ২৬ আগস্ট ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ জানান, টিকা প্রদান সাপেক্ষে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো আগামী ১৭ অক্টোবর থেকে খুলতে পারবে।

Exit mobile version