Site icon Jamuna Television

‘পাবলিক বাস ও মেট্রোতে চলাচল করেন শেখ রেহানা’

বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা।

বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানার ৬৭তম শুভ জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পক্ষ থেকে শেখ রেহানাকে জন্মদিনের শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ সোমবার (১৩ সেপ্টেম্বর) নিজ বাসভবনে ব্রিফিংকালে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর এক কঠিন এবং সংগ্রামী জীবনযাপন করেছিলেন বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। সরাসরি রাজনীতিতে না এলেও বড় বোন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সার্বক্ষণিক অনুপ্রেরণা হয়ে আছেন এ নির্মোহ ও জনহিতৈষী ব্যক্তিত্ব।

ওবায়দুল কাদের আরও বলেন, সাদমাটা জীবনযাপনে অভ্যস্ত শেখ রেহানা আর দশজন সাধারণ মানুষের মতই লন্ডনে মেট্রো ও বাসে যাতায়াত করেন। চাকরি ও পরিশ্রমের মাধ্যমে সৎ উপার্জনের টাকায়ই সন্তানদের মানুষ করেছেন তিনি। শেখ রেহানার সন্তানরা আজ আন্তর্জাতিক মানের ক্যারিয়ার গঠন করেছেন, তার কন্যা টিউলিপ সিদ্দিক বর্তমানে ব্রিটিশ পার্লামেন্টে লেবার পার্টির সদস্য। আর রত্নাগর্ভা মা শেখ রেহানার বড় ছেলে রেদোয়ান মুজিব সিদ্দিক ববি একটি আন্তর্জাতিক সংস্থায় কাজ করেন এবং কনিষ্ঠ কন্যা আজমিকা সিদ্দিক রুপন্তি লন্ডনে গ্লোবাল রিস্ক অ্যানালাইজার হিসেবে কাজ করছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ রেহানার ত্যাগ, প্রেরণা এবং অন্তহীন সাপোর্টে দেশরত্ন শেখ হাসিনা আজ
একজন সফল রাষ্ট্রনায়ক। ওবায়দুল কাদের আরও বলেন, সংকটে, সংগ্রামে বঙ্গমাতা বেগম মুজিব ছিলেন বঙ্গবন্ধুর সহযোদ্ধা, প্রেরণা ও শক্তির উৎস। ঠিক তেমনি শেখ রেহানাও পর্দার অন্তরাল থেকে শক্তি ও সাহস জুগিয়ে যাচ্ছেন বড় বোন শেখ হাসিনাকে।

ওবায়দুল কাদের আরও বলেন, প্রচারবিমুখ শেখ রেহানা কখনও লাইম-লাইটে আসেন না। দেশ, জাতি ও গণতন্ত্রের জন্য নীরবে কাজ করে যাচ্ছেন তিনি।

/এসএইচ

Exit mobile version