Site icon Jamuna Television

নতুন সংসারে মাহি ভালো থাকুক: সাবেক স্বামী

ছবি: সংগৃহীত।

বিচ্ছেদের প্রায় চার মাস পর চিত্রনায়িকা মাহিয়া মাহি বিয়ে করেছেন। পাত্র গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকার। দ্বিতীয় বিয়ের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নায়িকা নিজেই নিশ্চিত করেছেন। 
 
মাহির বিয়ের বিষয়ে প্রথম স্বামী সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপু গণমাধ্যমকে বলেন, মাহির বিয়ের খবরটি অনেক দিন ধরেই শুনছি। আজ সকালে মাহির ফেসবুকে ছবি ও পোস্ট দেখে নিশ্চিত হয়েছি। 

তিনি বলেন, নতুন সংসার শুরু করেছে জেনে খুব ভালো লাগছে। তার জন্য শুভকামনা। আমার চাওয়া, নতুন সংসারে মাহি সবসময় ভালো থাকুক।

অপু আরও বলেন, আমি রাকিবকে আগে থেকেই চিনি। মাহি আমার সাথে তার বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলো। তার এক ছেলে ও এক মেয়ে আছে আমি জানি। সে আমাদের সাথে নানা সময় বিভিন্ন জায়গায় ঘুরতেও গেছে।

‘সে আমার থেকে অনেক ভালো ছেলে। আমি রাকিব ও মাহির জন্য দোয়া করি যেন তারা অনেক সুখী হয়’, বলেন অপু।

Exit mobile version