Site icon Jamuna Television

বন্ধুর সাথে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার গৃহবধূ

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী সদর উপজলোয় কথিত বন্ধুর সাথে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধু (২৫)। রোববার (১২ সেপ্টেম্বর) রাতে সদর উপজলোর ধর্মপুর ইউনিয়নের ইব্রাহিম মেম্বারের মাছের খামারে এ গণধর্ষণের ঘটনা ঘটে।

এ ঘটনায় সোমবার দুপুরে নির্যাতনের শিকার গৃহবধূ বাদী হয়ে সুধারম মডেল থানায় চার জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ অভিযান চালিয়ে রোববার রাতেই মামলার প্রধান আসামি ওই গৃহবধূর কথিত বন্ধু রাকিবকে (২৫) গ্রেফতার করেছে। পুলিশ শারীরিক পরীক্ষার জন্য আক্রান্তকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।

মামলা সূত্রে জানা যায়, নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার নাওতলা মহল্লার বাসিন্দা ওই গৃহবধুর সাথে লক্ষীপুররে রামগতি উপজলোর চর রমিজ গ্রামের আনোয়ারুল হকের ছেলে মো.রাকিব (২৫) এর র্পূব পরিচয় ছিলো। ওই পরিচয়ের সূত্র ধরে রাকিব, মেয়েটিকে রোববার বিকালে নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ড্রিম ওয়ার্ল্ড পার্কে বেড়াতে নিয়ে যায়।

সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে রাকিব মেয়েটিকে নিয়ে পার্ক থেকে বের হয়ে ধর্মপুর গ্রামের ইব্রাহিম মেম্বারের মৎস প্রকল্পে নিয়ে যায়। সেখানে প্রথমে রাকিব কয়েক দফা ধর্ষণ করে। এরপর রাকিবের বন্ধু মামুন (২৫), জুয়েল (২৭), সাইফ উদ্দিন (২৮) পর্যায়ক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।

খবর পয়েে সুধারাম মডেল থানা পুলিশ ঘটনাস্থল থকেে ওই নারীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং অভিযান চালিয়ে রাকিবকে আটক করে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.শাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধর্ষণের শিকার নারী ও তার কথিত বন্ধু উভয়ে বিবাহিত। তারা পরকিয়ায় জড়িত ছিলো। সেই সম্পর্কের সূত্রধরে রাকিব মেয়েটিকে বেড়াতে নিয়ে গিয়ে তার তিন বন্ধুসহ গণর্ধষণ করে।

এই ঘটনায় চার জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ নারীর অভিযোগটি ধর্ষণ মামলা হসিাবে নথিভুক্ত করে। এ মামলার প্রধান আসামি রাকিবকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। অন্য তিন আসামি গ্রেফতারের প্রক্রিয়া চলছে।

Exit mobile version