Site icon Jamuna Television

যমুনা টেলিভিশনের সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি

যমুনা টেলিভিশনের সাংবাদিক আবদুল আলীম।

জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটে যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাংবাদিক ও প্রভাষক আবদুল আলীমকে মোবাইল ফোনে গালিগালাজ ও হত্যার হুমকি দেওয়ায় জয়পুরহাট সদর থানায় সাধারণ ডায়েরি হয়েছে। ডায়েরি নং- ১০৬৮।

ডায়েরি ও মোবাইল অডিও রেকর্ড থেকে জানা গেছে, গত ১২ সেপ্টেম্বর রাত সাড়ে আটটার দিকে ০১৩০২****** নম্বর থেকে রবিউল পরিচয়ে তাকে ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও তাকেসহ তার ছোট ভাইকে হত্যার হুমকি দেয়া হয়।

বিষয়টি নিয়ে সাংবাদিক, পুলিশ প্রশাসন ও রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনা চলছে। নেপথ্য কারণ হিসাবে জানা গেছে, গত কয়েকদিন আগে পাঁচবিবির লকমা গ্রামে জমিজমার বিরোধ নিয়ে সাংবাদিক আবদুল আলীমের বোন ও ভগ্নিপতির পরিবারকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে প্রতিপক্ষরা।

আহতরা আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় থানায় মামলা হয় এবং দুজন আসামি গ্রেফতার হয়। বিষয়টি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। আসামিরা আদালত থেকে জামিন না পেয়ে ক্ষিপ্ত হয় এবং সাংবাদিক পরিবারের ওপর প্রতিশোধ হিসাবে হত্যার হুমকি দেয়।

Exit mobile version