Site icon Jamuna Television

গিন্টুদিই সেরা: অভিনেতা আদৃত

সম্প্রতি মুক্তি পেয়েছে শ্রাবন্তী  চ্যাটার্জি অভিনীত সিনেমা ‘লকডাউন’। আর সেই সিনেমায় কাজ করতে যেয়ে তার সহশিল্পী তরুণ অভিনেতা আদৃত। আর এই আদৃত, গিন্টুদির (শ্রাবন্তী) প্রশংসায় পঞ্চমুখ।

এই সিনেমায় শ্রাবন্তীর সহ-অভিনেতা ছিলেন তরুণ অভিনেতা আদৃত। যিনি বাংলাদেশের পূজা চেরির সাথে ‘নূর জাহান’ সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করেন। বর্তমানে কলকাতার সবচেয়ে জনপ্রিয় টিভি ধারাবাহিক ‘মিঠাই’-এর অন্যতম চরিত্রে অভিনয় করছেন।

শ্রাবন্তীর সাথে কাজ করে মুগ্ধ আদৃত। সহশিল্পী হিসেবে শ্রাবন্তীকেই তার সেরা মনে হয়েছে। তরুণ এই অভিনেতা বলেন, ‘গিন্টুদীই সেরা, সহশিল্পী হিসেবে এইটুকুই বলব। এটা শুনে অন্যরা রাগ করলে আমি কী করব! উনি সত্যিই বেস্ট। শ্রাবন্তীদির সাথে কাজ করার অভিজ্ঞতা দুর্দান্ত। খুব অল্প দিন তার সাথে অভিনয় করার সুযোগ পেয়েছি। কিন্তু কয়েকটা দিনেই আমরা খুব আনন্দ নিয়ে কাজ করেছি, গান-বাজনা করেছি, একসাথে খাওয়া-দাওয়া করেছি।

আদৃত আরও বলেন, ‘গিন্টুদি (শ্রাবন্তীর ডাকনাম)-র বাড়ি থেকে খাবার আসত, তিনি মেকআপ রুমে ফোন করে সবাইকে ডাকতেন। আমরা সবাই খুব ভালো সময় কাটিয়েছি। আমার জীবনের সবচেয়ে সেরা সহ-অভিনেত্রী তিনি।’

শ্রাবন্তীর প্রশংসা করে আদৃত আরও বলেন, ‘শ্রাবন্তীদি-র বাড়ি থেকে পোলাও, চিকেন এই সব আসত; আসাধারণ! তার মতো এত অভিজ্ঞ এবং তারকা অভিনেত্রীদের ক্ষেত্রে এটা সচরাচর দেখা যায় না। রুম থেকে ডেকে নিয়ে এসে একসঙ্গে খাওয়া, গল্প-গুজব করা। এটাই দুজন অভিনেতার মধ্যে রসায়ন তৈরি করে, তাই না?’

Exit mobile version