Site icon Jamuna Television

বাংলাদেশ ও ‘আব্বাজান’ নিয়ে যা বললেন বিজেপি নেতা

ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বিজেপি নেতা যোগী আদিত্যনাথ। বাংলাদেশ ও মুসলিমদের প্রতি এর আগেও বিদ্বেষপূর্ণ বক্তব্য আছে তার। এবারও একটি নির্বাচনি প্রচারণায় গিয়ে নেতিবাচকভাবে বংলাদেশের প্রসঙ্গ টেনে আনেন তিনি। তবে একে নির্বাচন উপলক্ষে তার ধর্মের কার্ড খেলা বলে অভিহিত করেন বিরোধীরা।

গত রোববার (১২ সেপ্টেম্বর) রাজ্যের কুশীনগর জেলার নির্বাচনী প্রচারণায় গিয়ে তিনি বলেন, ২০১৭ সালের আগে জনগনের জন্য বিলি করা রেশন তারা পেত না। এগুলো চলে যেত বাংলাদেশ ও নেপালে। আব্বাজানেরা খেয়ে ফেলত সব। তবে কিভাবে এসব রেশন আসত তার ব্যাখ্যা দেননি এ বিজেপি নেতা।

বিজেপি নেতাদের এর আগেও বাংলাদেশ বিরোধী বক্তব্য দেয়ার নজির আছে। বিশেষ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ বিষয়ে এককাঠি এগিয়ে। বাংলাদেশের মানুষ খেতে পারছেনা তাই বাংলাদেশে আসছে। তাদের উইপোকার সাথেও তুলনা করেন তিনি। ২০১৯ সালে তিনি বলেছেন, পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশিদের খুঁজে খুঁজে তাড়িয়ে দেওয়া হবে। সীমান্ত সিল করে দেওয়া হবে, যাতে ‘মশা-মাছিও’ ঢুকতে না পারে।

Exit mobile version