Site icon Jamuna Television

আফগানিস্তানে দরিদ্রদের অর্থ সহায়তা করবে জাতিসংঘ

আফগানিস্তানের দরিদ্র জনগোষ্ঠীর জন্য ১০০ কোটি ডলারের বেশি অর্থ সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে জাতিসংঘভুক্ত দাতারা।

সোমবার (১৩ সেপ্টেম্বর) জেনেভায় জাতিসংঘের উদ্যোগে আয়োজিত সম্মেলনে এই সিদ্ধান্ত আসে।

সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে সংস্থাটির মহাসচিব বলেন, কয়েক দশকের যুদ্ধ এবং নিরাপত্তাহীনতার পর সবচেয়ে বিপজ্জনক সময়ের মুখোমুখি আফগান নাগরিকরা। তাই সেখানকার মানবিক সংকট কাটিয়ে উঠতে জরুরি সহায়তা প্রয়োজন। সম্মেলন শেষে আফগানিস্তানের জন্য ৬ কোটি ৪০ লাখ ডলার সহায়তার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র।

এছাড়া ১১ কোটি ৮০ লাখ ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স। মূলত তালেবান দেশটির ক্ষমতা দখলের পরই সব ধরনের সহায়তা পাঠানো বন্ধ করে দেয় দাতা দেশগুলো। এতেই খাদ্যসহ অর্থনৈতিক সংকটে পড়ে যায় দেশটি।

Exit mobile version