Site icon Jamuna Television

নাইজেরিয়ায় কারাগারে হামলা, ছিনিয়ে নেয়া হলো ২৪০ কয়েদিকে

ছবি: সংগৃহীত

সিনেমার স্টাইলে নাইজেরিয়ার একটি কারাগারে হামলা চালিয়ে ছিনিয়ে নেয়া হয়েছে ২৪০ কয়েদিকে। স্থানীয় সময় রোববার দেশটির দক্ষিণ-পশ্চিম কোগি রাজ্যের কাব্বা কারাগারে এ হামলার ঘটনা ঘটে।

দেশটির কারা কর্তৃপক্ষ জানায়, হামলাকারীরা বিস্ফোরক ব্যবহার করে কারাগারের তিন দিকের বেষ্টনী ধ্বংস করে ফেলে। এরপর নিরাপত্তার দায়িত্বে থাকা ৩৫ জনের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নিয়ে যায় বন্দিদের।

এ সময় কারাগারটিতে ছিল ২৯৪ জন কয়েদি। বাকিরা পালাতে পারেনি। দেশটিতে কারাগারে হামলা চালানোর ঘটনা নতুন কিছু না। এর আগে গেলো এপ্রিলে একটি কারাগারে হামলা চালিয়ে মুক্ত করা হয় ১৮শ’র বেশি বন্দিকে।

প্রশাসন বলছে, সশস্ত্র ডাকাত দল, অপরাধ চক্র এবং বিদ্রোহীদের কারণে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে হিমশিম খেতে হচ্ছে তাদের।

ইউএইচ/

Exit mobile version