Site icon Jamuna Television

একদিন পরেও খোঁজ মেলেনি খালে নেমে নিখোঁজ রিয়ার

নিখোঁজের ১দিন পার হলেও এখন খোঁজ মেলেনি গাজীপুরে খালে গোসল করতে নামা রিয়া আক্তারের।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে স্থানীয়রা ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু করে। তবে এখনও ডুবুরীদলের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেনি।

সোমবার পাইনশাইল এলাকায় বাড়ির পাশের তুরাগ নদের শাখা লবনদহ খালে গোসল করতে যায় দুই বোনসহ ৫ জন। এসময় স্রোতের টানে ৪ জন পানিতে ডুবে যায়। স্থানীয় ও ফায়ার সার্ভিসের তৎপরতায় ৩ জনের মরদেহ উদ্ধার করলেও খোঁজ পাওয়া যায়নি রিনা আক্তারের।

এদিকে উদ্ধারকৃত ৩ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের পর দাফন সম্পন্ন করা হয়েছে।

Exit mobile version