Site icon Jamuna Television

তিস্তায় ধরা পড়েছে ৫ মন ওজনের বিরল প্রাণী

তিস্তায় নদীতে জেলের জালে আটকা পড়েছে ৫ মন ওজনের বিরল প্রজাতির মাছজাতীয় একটি প্রাণী। রংপুরের কাউনিয়ার টেপামধুর ইউনিয়নের চরগনাই এলাকার তিস্তায় ধরা পড়ে বিরল প্রজাতির এই প্রাণীটি।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে তিস্তা নদীতে চটকা জাল দিযে মাছ ধরতে নামেন আব্দুল করিম। ঘণ্টাখানেকের মধ্যে তার জালে আটকে যায় বিরল প্রজাতির মাছটি। পরে কয়েকজন মিলে মাছটিকে আস্তে আস্তে নদী থেকে চরে তোলেন।

মাছটি শুশুক কিংবা ডলফিন আকৃতির। কিন্তু এটির নাম কী তা নিশ্চিতভাবে কেউ বলতে পারেনি। ধূসর কালো রংয়ের মাছটির রয়েছে বিশাল ঠোঁট। মাছটি দেখতে ওই চরে ভিড় করেছেন অনেকেই।

Exit mobile version