Site icon Jamuna Television

মাসুদা এম রশীদ চৌধুরীর মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব পাশ

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাসুদা এম রশীদ চৌধুরী, এমপির মৃত্যুতে শোক জানিয়েছে জাতীয় সংসদ।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) ১৪ তম জাতীয় সংসদ অধিবেশনে এ শোকপ্রস্তাব পাশ হয়।

প্রয়াত সংসদ সদস্য অধ্যাপক মাসুদা এম রশীদ চৌধুরীর বর্নাঢ্য জীবন নিয়ে আলোচনা করেন সংসদ সদস্যরা। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা করেন জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের ও সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা বলেন, মাসুদা এম রশীদ চৌধুরীর মৃত্যুতে একজন দক্ষ সংসদ সদস্যকে হারালো বাংলাদেশ। এই ক্ষতি অপুরণীয়।

Exit mobile version