Site icon Jamuna Television

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে মিসরের সাথে কাজ করবে ইসরায়েল: নাফতালি বেনেট

ইসরায়েলি প্রেসিডেন্ট নাফতালি বেনেট (বাঁয়ে) ও মিসরীয় প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসির বৈঠক। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিতে মিসরের সাথে কাজ করবে ইসরায়েল। এমন মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।

মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসির আমন্ত্রণে গত সোমবার (১৩ সেপ্টেম্বর) কায়রো সফর করেন নাফতালি বেনেট। গত এক দশকে ইসরায়েলের কোনো সরকার বা রাষ্ট্রপ্রধানের এটাই প্রথম মিসর সফর। দেশটির সাথে ইসরায়েলের নতুন সরকারের সুসম্পর্কের ভিত্তি স্থাপিত হয়েছে বলে দাবি করেন বেনেট।

সিসি-বেনেট বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি উঠে আসে ইসরায়েল-ফিলিস্তিন ইস্যু। দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের কথা বলেন সিসি। শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে মিসরের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

১৯৭৯ সালে প্রথম আরব দেশ হিসেবে ইসরায়েলের সাথে শান্তিচুক্তি করে মিসর। গত মে মাসে গাজায় অস্ত্রবিরতিতে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে মিসর।

/এম ই

Exit mobile version