Site icon Jamuna Television

২৭ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকছে সব বিশ্ববিদ্যালয়

ছবি: সংগৃহীত

২৭ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকছে সব বিশ্ববিদ্যালয়। তবে কোনো বিশ্ববিদ্যালয় শতভাগ টিকা নিবন্ধন করতে পারলে এর আগেই নিজস্ব সিদ্ধান্তে বিশ্ববিদ্যালয় খুলতে পারবে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য, মঞ্জুরি কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছ।

বৈঠকে জানানো হয়, দেশের সব বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর করোনাভাইরাস প্রতিরোধী টিকার জন্য রেজিস্ট্রেশন আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে শেষ করা হবে। এরপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের অ্যাকাডেমিক কাউন্সিলের অনুমোদন নিয়ে পাঠদান কার্যক্রম শুরু ও আবাসিক হল খুলতে পারবে।

এর আগে, গত ১২ সেপ্টেম্বর থেকে দেশের স্কুল-কলেজগুলো খুলে দেয়া হয়। স্বাস্থ্যবিধি মেনে সারাদেশে একযোগে শুরু হয়েছে সশরীরে পাঠদান কর্মসূচি।

ইউএইচ/

Exit mobile version