Site icon Jamuna Television

‘টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১’ এর গ্যালারিতে সেরা আসনের জন্য খরচ কত জানেন?

ছবি: সংগৃহীত

দুবাই স্টেডিয়ামে বসে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রিয় দলের ম্যাচ, বা ফাইনাল দেখতে চান? পকেটের জোর না থাকলে তা সম্ভব নয় আদৌ। স্টেডিয়ামে সেরা জায়গা থেকে এই ম্যাচগুলি দেখতে গেলে কোটিপতি হওয়া ছাড়া উপায় নেই।

আনন্দবাজার পত্রিকার তথ্য বলছে, সংযুক্ত আরব আমিরশাহি বোর্ড এবং আইসিসি মোট দুই রকমের বিশেষ স্যুইটের ব্যবস্থা করেছে। উইকেটের একেবারে সোজাসুজি রয়্যাল বক্সের দু’পাশে এই দুটি স্যুইট থাকছে। ২০ আসনের ভিআইপি স্যুইট এবং ১০ আসনের কর্পোরেট স্যুইট।

২০ আসনের ভিআইপি স্যুইটের টিকিটের দাম ১৬ লক্ষ ৬৫ হাজার দিরহাম। বাংলাদেশি টাকায় যার দাম দাঁড়ায় ৩ কোটি ৮৬ লাখ ১২ হাজার ৪৮৮ টাকা। অর্থাৎ প্রতিটি আসনের দাম ১৯ লাখ ২৪ হাজার ৬৯৭ টাকা। অবশ্য এই টিকিট কিনলে এক সঙ্গে মোট ১৩টি ম্যাচ দেখা যাবে। সেই হিসেবে এক একটি ম্যাচের জন্য খরচ পড়বে ১ লক্ষ ৪৮ হাজার ৪৮ টাকা।

১০ আসনের কর্পোরেট স্যুইটের টিকিটের দাম ৬ লক্ষ ৯০ হাজার দিরহাম। ভারতীয় টাকায় দাম ১ কোটি ৩৮ লাখেরও বেশি। প্রতিটি আসনের দাম দাঁড়াচ্ছে ১৫ লাখ ৯৫ হাজার ২৫৫ টাকা। এই টিকিট কাটলেও ওই ১৩টি ম্যাচ দেখা যাবে।

see more: sportsman biography

Exit mobile version