Site icon Jamuna Television

নওগাঁয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর করবস্থান রক্ষায় মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর নিয়ামতপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কবরস্থান দখলের অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। কবরস্থান রক্ষার দাবিতে আন্দোলনে নেমেছে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষরা। দুপুরে নিয়ামতপুর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

কর্মসূচীতে বক্তারা বলেন, স্থানীয় বসবাসকারী আদিবাসীরা চন্দননগর এলাকায় বংশ পরম্পরা একটি খাস জমিতে মরদেহ সৎকার করে আসছিলেন। হঠাৎ সেই জায়গা প্রভাবশালী এক আওয়ামী লীগ নেতা দখলে নিয়ে মাটি কেটে পুরনো অধিকাংশ কবর ধ্বংস করে দেয়। এছাড়া আদিবাসীদের কেউ মারা গেলে সেখানে সৎকারে বাধা দেয় প্রভাবশালীরা। এতে সৎকার নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ।

তাই পূর্ব পুরুষের করব ও কবরস্থান রক্ষায় আন্দোলনে নেমেছের তারা। করবস্থান ফিরিয়ে দিতে সরকারের তথা প্রশাসনের কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন মানবন্ধনে অংশগ্রহণকারীরা।

Exit mobile version