Site icon Jamuna Television

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

গ্রেফতারকৃত সাবেক চেয়ারম্যান সোহরাব।

স্টাফ রিপোর্টার,নেত্রকোণা:

নেত্রকোণায় বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে সোহরাব হোসেন নামে এক সাবেক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার দরুনবালী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি সদর উপজেলার কাইলাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। গ্রেফতারকৃত সাবেক চেয়ারম্যান সোহরাব সদর উপজেলার দরুনবালী গ্রামের আব্দুল জব্বারের ছেলে। এ ব্যাপারে সোমবার রাতে ভুক্তভোগী বাদী হয়ে নেত্রকোণা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর প্রথম স্বামী দীর্ঘদিন আগে মারা যায়। পরে আবার বিয়ে করলেও ওই স্বামীও তাকে ছেড়ে চলে যান। এ অবস্থায় ভুক্তভোগীর সাথে পার্শ্ববর্তী এলাকায় সাবেক চেয়ারম্যান সোহরাব বিয়ের কথা বলে দীর্ঘদিন ধরে দৈহিক সম্পর্ক চালিয়ে আসছিল। কয়েকদিন আগে ওই নারী বিয়ের কথা বললে সোহরাব তাকে বিয়ে করতে অস্বীকার করে। এরই প্রেক্ষিতে সোমবার রাতে ভুক্তভোগী বাদী হয়ে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর পরই অভিযান চালিয়ে সদর উপজেলার মৌজেবালী বাজার থেকে সোমবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানায় পুলিশ।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণের অভিযোগে সোহরাবকে আদালত পাঠানো হলে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

Exit mobile version