
বরিস জনসন ও তার মা শার্লট জনসন। ছবি: সংগৃহীত
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের মা শার্লট জনসন আর নেই। ৭৯ বছর বয়সী শার্লট জনসন পশ্চিম লন্ডনের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। শার্লট জনসন ব্যক্তিজীবনে একজন চিত্রশিল্পী ছিলেন। খবর গার্ডিয়ানের।
সোমবার (১৩ সেপ্টেম্বর) হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এই চিত্রশিল্পী আকস্মিক এবং শান্তিপূর্ণভাবে মারা গেছেন।
বরিস জনসন ২০১৯ সালে কনজারভেটিভ পার্টির এক কনফারেন্সে বলেছিলেন, সংসারে তার মা-ই ‘সর্বোচ্চ ক্ষমতাধর’ সদস্য।
বরিস জনসনের মা শার্লট জনসন ১৯৪২ সালে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা ব্যারিস্টার স্যার জেমস ফসেট ছিলেন ইউরোপিয়ান হিউম্যান রাইটস কমিশনের প্রেসিডেন্ট।
তার মৃত্যুর পর ব্রিটেনের প্রধান রাজনৈতিক ব্যক্তিরা শোক জানিয়েছেন। প্রধানমন্ত্রী বরিস জনসনকে সমবেদনা জানিয়ে বার্তা দিয়েছেন বিরোধী লেবার পার্টির নেতা স্যার কেইর স্টার্মারও।
এক টুইটে স্টার্মার বলেন, প্রধানমন্ত্রীর এই ক্ষতির কথা জানতে পেরে আমি অত্যন্ত দুঃখিত। তিনি ও তার পরিবারের সকল সদস্যের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি।



Leave a reply