Site icon Jamuna Television

জয়পুরহাটে দুই শিশুকে ধর্ষণের মামলায় বৃদ্ধের ৬০ বছরের কারাদণ্ড

প্রতীকী ছবি।

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাটে দুই শিশুকে ধর্ষণের দুই মামলায় আবু সালাম (৫৮) নামে এক বৃদ্ধের ৬০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রুস্তম আলী এ আদেশ দেন। একই আদেশে তাকে ৩ লাখ টাকা জরিমানা, তা অনাদায়ে আরও ৩ বছরের কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৪ জুলাই জেলার পাঁচবিবি উপজেলার বীরনগর গ্রামে দুই শিশু বান্ধবী দুধ নিয়ে বাড়ি ফিরছিল। এ সময় আবু সালাম শিশু দু’টিকে তার বাড়িতে টিভি দেখানোর প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে যায়। পরবর্তীতে শিশু দুটির হাতে ২০টাকা দিয়ে নিজ ঘরের দরজা বন্ধ করে ভয় দেখিয়ে পর্যায়ক্রমে ধর্ষণ করে। ঘটনার পর শিশু দু’টির বাবা বাদী হয়ে থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ আসামিকে গ্রেফতার করে। তবে আসামি আদালত থেকে জামিন নিয়ে পলাতক আছেন। দীর্ঘ শুনানি শেষে আজ আসামীর অনুপস্থিতেই এই রায় ঘোষণা দেন আদালতের বিচারক।

জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন আদালতের স্পেশাল পিপি এ্যাড. ফিরোজা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

Exit mobile version