আয়ারল্যান্ডের নারী ক্রিকেটের ম্যাচে বল নিয়ে পালিয়ে যায় একটি কুকুর। ম্যাচের এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে আয়ারল্যান্ডের নারী ক্রিকেট দলের পেইজটি। যাতে লেখা ছিল, দারুণ ফিল্ডিং করেছে এই ছোট অনুপ্রবেশকারী।
ম্যাচ চলাকালীন হঠাৎ মাঠে ঢুকে পড়ে কুকুরটি। বল নিয়ে দৌড়ে পালাতে চেয়েছিল কুকুরটি এবং তার পেছনে ছুটছিল তিনজন ফিল্ডার। কিন্তু এত ছুটেও বল নিতে পারছিল না কুকুরটির কাছ থেকে। অবশেষে কুকুরটি আশ্রয় নেয় নন স্ট্রাইকিং প্রান্তের ব্যাটসম্যানের কাছে।
কিন্তু কিছুতেই মাঠ ছাড়তে চাইছিল না কুকুরটি। ম্যাচের পর এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করার সাথে সাথেই নেট দুনিয়ায় ছড়িয়ে পরে ভিন্ন রকমের এই ঘটনা।

