Site icon Jamuna Television

কঙ্গোতে দুর্ভিক্ষের কবলে ২০ লাখের বেশি শিশু

আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে দুর্ভিক্ষে রয়েছে ২০ লাখের বেশি শিশু। শুক্রবার এ তথ্য জানায় জাতিসংঘ।

এক বিবৃতিতে সংস্থাটির মানবাধিকার বিষয়ক কমিশনার জানান, দেশটিতে দ্রুত খাদ্য, চিকিৎসা ও আর্থিক সহায়তা প্রয়োজন। তা হলে ঘটতে পারে চরম বিপর্যয়। এছাড়া জেনেভায় এক সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র জানায়, কঙ্গোর পরিস্থিতি মোকাবেলায় দায়িত্বের সাথেই কাজ করছে এ সংস্থাটি। এখনই সময় পাশে দাঁড়ানোর। গেলো সপ্তাহে সংঘাতে প্রাণ গেছে অন্তত ৮০ জনের। দেশটিতে সরকার বিরোধী বিক্ষোভের কারণেই এমন পরিস্থিতি বলে মত বিশ্লেষকদের। জাতিসংঘের জরিপ বলছে, গেলো বছর দেশটিতে ১২ হাজারের বেশি মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদন তৈরি করা হয়েছে। যা রেকর্ড সংখ্যক।

Exit mobile version